ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে গ্রাম থেকে অন্ধকার দূর করা হবে : মায়া

289

ঢাকা, ৭ জুলাই, ২০১৮ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে গ্রাম থেকে অন্ধকার দূর করা হবে। এর ফলে ছেলেমেয়েদের লেখাপড়া ও গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে। গ্রাম-গঞ্জে কলকারখানা গড়ে উঠবে।
আজ শনিবার মতলব উপজেলার ৮০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিদ্যুতের এক সংকটময় মুহুর্তে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকারে প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর যে অঙ্গীকার করেছিল, তার প্রায় শতভাগ পূর্ণ হতে চলেছে।
মতলব উত্তর-দক্ষিণ সংযোগ সেতুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংযোগ সেতু নির্মাণ করা হলে মতলবের সঙ্গে ঢাকার দূরত্ব এক ঘন্টা সময় কমে যাবে। ত্রাণমন্ত্রী বলেন, এ সরকারের সময় গ্রামের প্রত্যেকটি রাস্তা পাকা করা হয়েছে, প্রত্যেক খালের উপর সংযোগ সেতু নির্মাণ করা হয়েছে, প্রত্যেক স্কুল কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এ সরকারের সুদুর প্রসারী পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। সরকারের এ উন্নয়ন বার্তা প্রত্যেক ভোটারে কাছে পৌঁছে দিতে তিনি নেতাকর্মীদের আহ্বান করেন।