ইউক্রেন বিমান দুর্ঘটনা থেকে তেহরানকে অবশ্যই শিক্ষা নিতে হবে : রাশিয়া

184

মস্কো, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কনসটানটিন কোসাচেভ বলেছেন, ইরান শনিবার স্বীকার করেছে যে ইউক্রেনের বিমানটিকে তারা ভুলক্রমে ভূপাতিত করায় এতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। তাদেরকে এ ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে।
ব্ল্যাক বক্সসমূহ থেকে প্রাপ্ত তথ্য ও তদন্ত থেকে যদি প্রমান না হয় যে ইরানের সেনা ইচ্ছে করে এ কাজ করেছে, এবং এর পেছনে কোনো যৌক্তিক কারণও ছিল না, তাহলে ঘটনাটি শেষ হয়ে যাবে।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা কনসটানটিন কোসাচেভের উদ্ধৃতি দিয়ে বলেছে, আশা করা যাচ্ছে যে, ইরান শিক্ষা গ্রহণ করবে এবং সব দল মিলে এর প্রতিকার করবে।