বাজিস-৮ : বগুড়ার সারিয়াকান্দিতে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

107

বাজিস-৮
বগুড়া- মাদ্রাসা
বগুড়ার সারিয়াকান্দিতে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বগুড়া, ১১ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার সারিয়াকান্দি উপজেলার ফলবাড়ি ইউনিয়নে আজ ফুলবাড়ি দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মান কাজ শুরু হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই নির্মান কাজ বাস্তবায়ন করছে।এ কাজে ব্যায় ধরা হয়েছে তিনকোটি ২৬ লাখ পাঁচহাজার ৫১৩ টাকা।
আজ শনিবার বেলা ৩ টায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
অনুষ্ঠানে জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭২৫/এমকে