বাসস দেশ-১৫ : দক্ষিণাঞ্চলবাসী পদ্মাসেতুর সুফল অল্প সময়ের মধ্যে পাবে : চিফ হুইপ

114

বাসস দেশ-১৫
চিফ হুইপ -পদ্মাসেতু
দক্ষিণাঞ্চলবাসী পদ্মাসেতুর সুফল অল্প সময়ের মধ্যে পাবে : চিফ হুইপ
মাদারীপুর, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস) : চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, অল্প সময়ের মধ্যেই দক্ষিণাঞ্চলবাসী পদ্মাসেতুর সুফল পাবে ।
মাদারীপুরের শিবচরে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ প্রায় শেষের দিকে, এমনকি সেতুর রেল-লাইনের টেন্ডারও হয়ে গেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন, বাংলাদেশ হতো না। তেমনি শেখ হাসিনার জন্ম না হলেও উন্নত বাংলাদেশ হতো না। শেখ হাসিনার কারণে অনেক মেঘা প্রকল্প পদ্মাসেতুকে ঘিরে শিবচর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বাসস/সংবাদদাতা/এমআর/১৬৪৫/অমি