বাসস ক্রীড়া-৫ : অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দেল পোত্রো

117

বাসস ক্রীড়া-৫
টেনিস-ইনজুরি
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দেল পোত্রো
মেলবোর্ন, ১১ জানুয়ারি ২০২০ (বাসস) : হাঁটুর অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেছেন সাবেক ইউএস চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পোত্রো।
২০০৯ ও ২০১২ সালে মেলবোর্ন পার্কে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন। গত জুনে উইম্বলডনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কুইন্স ওপেনে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পান দেল পোত্রো। তারপর থেকে আর কোর্টে ফিরতে পারেননি।
অস্ট্রেলিয়ান ওপেনের এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, ‘আমাদের দুইবারের কোয়ার্টার ফাইনালিস্ট হুয়ান মার্টিন দেল পোত্রো হাঁটুর ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ান ওপেন ২০২০’এ খেলতে পারছেন না। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি তিনি দ্রুতই অস্ট্রেলিয়া ফিরে আসতে পারবেন।’
ইনজুরিগ্রস্থ দেল পোত্রো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীতে ১২০ নম্বরে নেমে যান।
আগামী ২০ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
বাসস/নীহা/১৬৩০/স্বব