বাজিস-৬ : বরগুনায় একলাখ ১৩ হাজার ৪৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

241

বাজিস-৬
বরগুনা- ভিটামিন ‘এ’
বরগুনায় একলাখ ১৩ হাজার ৪৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
বরগুনা, ১০ জানিুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় এবার একলাখ ১৩ হাজার চারশ’ ৫০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামিকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন এসব ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বরগুনার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবদুস সালাম জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ১৩ হাজার ৪১৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা একলাখ তিনহাজার ৩৩ জন।
তিনি জানান, স্থায়ী টিকাদান কেন্দ্র ৮টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ৯১২টি, অতিরিক্ত টিকাদান কেন্দ্র ৫টি, মোট টিকাদান কেন্দ্র ৯২৫টি। স্বাস্থ্য সহকারী ১৭২ জন, পরিবার কল্যাণ সহকারী ১৯০জন, মোট মাঠ কর্মির সংখ্যা ৪৭৯ জন, অতিরিক্ত স্বেচ্ছাসেবক একহাজার ৩৭১ জন। এছাড়াও জেলায় দুর্গম ইউনিয়নের সংখ্যা ১৫টি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরও জানান, ১১ থেকে ১৩ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যা¤েপইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙে ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বাসস/সংবাদদাতা/২০৩০/এমকে