নরেন্দ্র মোদী কাল কলকাতা আসছেন

229

কলকাতা, ১০ জানুয়ারি, ২০২০ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে আগামিকাল কলকাতা আসছেন।
শনি ও রোববার কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধ-শতবর্ষ উপলক্ষ্যে নেতাজী ইন্ডোরে অনুষ্ঠানসূচির উদ্বোধন করা ছাড়াও বেশ কয়েকটি আনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে।
শনিবার বিকেল ৫টায় তিনি কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখান থকে তিনি ডালহৌসির ওল্ড কারেন্সি ভবন যাবেন। কলকাতায় রাজ্যপালের প্রেস উইং প্রধানমন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে কলকাতা বন্দরের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে হাওড়া সেতুতে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করবেন। সেখান থেকে বেলুড় মঠ হয়ে রাত ৯টায় রাজভবন ফেরার কথা রয়েছে।
রাতে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন এবং সেখানে আমন্ত্রিত অতিথিদের সাথে মিলিত হওয়ারও কথা রয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। সকাল ১১টার দিকে তিনি কলকাতা বন্দরের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী ফিরে যাবেন।