বাসস দেশ-১৩ : বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

136

বাসস দেশ-১৩
ইজতেমা-জুম্মা
বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২০ (বাসস) : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে ময়দানে আজ লাখো লাখো মুসল্লি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। আজ এখানে স্বরণকালের সর্ববৃহৎ পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা বাদ ফজরের নামাজের পর আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। এসময় বংলাদেশ, পাকিস্তান, ভারত, দিল্লির শীর্ষ বিশ্ব ইজতেমার মুরুব্বিরা বয়ান করেন।
ইজতেমা ময়দানে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে মুল্লিদের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমার মাঠে তাবলিগ জামাত কর্মীসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ছিল।
নামাজ শুরু হওয়ার আগেই সাদা পাঞ্জাবি আর পায়জামা পড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা বানের ¯্রােতের মতো মাঠের দিকে ছুঁটতে থাকে। মাঠের ভেতরে ও বাহিরে খোলা জায়গাসহ আশপাশের সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। এসময় অনেকে মাঠে স্থান না পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা সড়ক-মহাসড়ক, তুরাগ নদের ভাসমান ব্রিজও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি সড়ক জুম্মার নামাজের আগে আশপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জুম্মার নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ক্বারী জোবায়ের। জুম্মার নামাজ শেষে বিশ্বের সকল মুসলিমের আত্মশুদ্ধি, দুনিয়া ও আখেরাতের মুক্তি লাভের আশায় মুসল্লিরা দোয়া করেন।
ইজতেমাস্থলে বয়ান মঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও তাৎক্ষণিকভাবে আরবি, বাংলা, উর্দু,ফারসি,মালে ইংরেজীসহ কমপক্ষে ১০টি ভাষায় তা তরজমা করে শোনানো হয় ময়দানে আগত ধর্মপ্রাণ লাখো লাখো মুসল্লিদের।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৫৪৫/কেকে