আওয়ামী লীগ দলীয় এমপি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

213

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ডা. মোজাম্মেল হোসেন তার সংসদীয় এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরো বলেন, ‘তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ হারিয়েছে একজন ত্যাগী নেতাকে।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-স্মরণখোলা) আসন থেকে নির্বাচিত এমপি ডা. মোজাম্মেল হোসেন আজ ভোরে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ১৯৯১ সালে প্রথম বাগেরহাট-১ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে ১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালসহ মোট পাঁচ বার এমপি নির্বাচিত হন।
ডা. মোজাম্মেল ১৯৯৬ সালে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং ৯ম ও ১০ম জাতীয় সংসদে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।