বাসস দেশ-৩৭ : অবসরে গেলেন হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন

270

বাসস দেশ-৩৭
বিচারপতি-অবসর
অবসরে গেলেন হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. শওকত হোসেন অবসরে গেছেন।
হাইকোর্টে আজ ছিল তার শেষ কর্মদিবস। বিচারপতি মো. শওকত হোসেনের বিদায় উপলক্ষে আজ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন ও এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এটর্নি জেনারেল মাহবুবে আলম তাকে আদালত কক্ষে বিদায় সম্ভাষণ জানান।
মো. শওকত হোসেন রংপুর জেলার বদরগঞ্জ থানায় ১৯৫৩ সালের ১০ জানুয়ারী জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুস সোবহান ও মাতা মরহুমা শাহীদা বেগম। মো. শওকত হোসেন ১৯৬৮ সালে এস.এস.সি, ১৯৭০ সালে এইচ.এস.সি পাস করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ (ইংরেজি) ও এল.এল.বি ডিগ্রী লাভ করেন। এরপর ১৯৮১ সালের ৪ ডিসেম্বর তিনি জুডিশিয়াল ক্যাডার সার্ভিসে মুন্সেফ হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালের ১ মার্চ জেলা ও দায়রা জজ হিসেবে তিনি কাজ শুরু করেন। একপর্যায়ে মো. শওকত হোসেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসাবে যোগদান করন। এরপর মো. শওকত হোসেন ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করে আজ তিনি বিচারকার্য পরিচালনা শেষ করলেন।
বিচারপতি মো. শওকত হোসেন বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার রায়সহ তাৎপর্যপূর্ণ বেশ কিছু রায় ও আদেশ প্রদান করেছেন।
বাসস/এএসজি/ডিএ/২০০৩/এবিএইচ