বাসস দেশ-৩১ : এমআইএসটি-তে শিক্ষকদের জন্য আয়োজিত অনুষদ বিকাশ কর্মসূচি সমাপ্ত

126

বাসস দেশ-৩১
অনুষদ-বিকাশ-কর্মসূচি
এমআইএসটি-তে শিক্ষকদের জন্য আয়োজিত অনুষদ বিকাশ কর্মসূচি সমাপ্ত
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : আইসিটি অধিদপ্তর মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত পাঁচদিন ব্যাপী অনুষদ বিকাশ কর্মসূচী-২০২০ আজ মিরপুর সেনানিবাসের এমআইএসটি-তে সমাপ্ত হয়েছে।
সমাপনী দিনে আজ মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জাতীয় শুদ্ধাচার কৌশলের উপর বক্তব্য প্রদান করেন। এ কর্মসূচির অন্যান্য দিনের বক্তা হিসেবে ছিলেন, বিশিষ্ট সাংবাদিক আনিসুল হক, ড. আইনুন নিশাত, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম, ড. জাহিদ, ড. জয়নুল আবেদিন, কর্নেল হাবিবুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল পাভেল আকরাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রশিক্ষণ নতুন শিক্ষকদের সাফল্যের সর্বাধিক সুযোগ এনে দেয়। যখন এই প্রশিক্ষণটি ঘটে না, তখন ঝুঁকি থাকে যে শিক্ষকরা এই পেশাটি প্রথম দিকে ছেড়ে দিতে পারেন। উদ্বেগ হল প্রশিক্ষণ যখন অপ্রতুল হয় শিক্ষার্থীরা তখন ক্ষতিগ্রস্থ হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট , এমআইএসটি মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান এবং সামরিক ও বেসারিক কর্মকর্তাগণ।
বাসস/আইএসপিআর/এমএন/১৯৪৪/শআ