শেরপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ

170

শেরপুর, ৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে শেরপুরে শুরু হয়েছে ৫০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম। জেলা সমাজসেবা অধিদপ্তর সেলাই, ব্লক-বাটিক, ড্রাইভিং, গবাদিপশু ও হাঁস-মুরগী লালন-পালন বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ট্রেনিং ল্যাবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ৫২ জন হিজড়া এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি প্রায় দেড় বৎসর পূর্বে জেলার হিজড়াদের সংগঠিত করে জেলা প্রশাসনের কার্যালয়ে তাদের আবাসন, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে এক মতবিনিময় সভা করেন। এর সুত্র ধরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এবং পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জেলার হিজড়াদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। জেলা প্রশাসকের আন্তরিকতা ও নিজস্ব তত্বাবধানে জেলা সমাজসেবা অধিদপ্তর হিজড়াদের ৫০ দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করে। ইতোমধ্যে হিজড়াদের জন্য আবাসনের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হলে হিজড়াদের আত্মকর্মসংস্থান ও সমাজের মুল¯্রােতে সম্পৃক্তকরণ সম্ভব হবে বলে আয়োজকরা জানান।