পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের পর্যটন সচিবের সাক্ষাৎ

372

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী’র সঙ্গে নেপালের পর্যটন সচিব কেদার বাহাদুর অধিকারী সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে তার দপ্তর কক্ষে সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মহিবুল হক ও বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড: বংশীধর মিশ্র উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা নেপাল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন,বাংলাদেশ ও নেপাল দুটি দেশেই পর্যটনকেন্দ্র ও বৈচিত্র্যময় পণ্য রয়েছে। একারণে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব আরো দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী বলেন,কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দর দুটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর তা দক্ষিণ এশিয়ায় যোগাযোগের নতুন মাত্রা উন্মোচন করবে।
নেপালের পর্যটন সচিব বলেন,বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক নৈকট্য ও পর্যটন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে।