বাসস দেশ-৩৪ : অবসরে গেলেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

122

বাসস দেশ-৩৪
বিচারপতি-অবসর
অবসরে গেলেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অবসরে গিয়েছেন।
হাইকোর্টে আজ ছিল তার শেষ কর্মদিবস। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বিদায় উপলক্ষে আজ বুধবার দুপুরে আদালত কক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন ও এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এটর্নি জেনারেল মাহবুবে আলম তাকে বিদায় সম্ভাষণ জানান।
এসময় বক্তারা উচ্চ আদালতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর ১৫ বছরের কর্মময় জীবনের তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।
নিজের অনুভুতি ব্যক্ত করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্য দুইটি অঙ্গের ঊর্ধ্বে নয়। তবে অন্য দুটি অঙ্গের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা দেখা বা পর্যবেক্ষণ করার দায়িত্ব বিচার বিভাগের রয়েছে। তিনি বলেন, একজন বিচারক তার প্রজ্ঞা ও নিরপেক্ষতার বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আইনজীবীদের শ্রদ্ধা অর্জন করতে পারেন।
১৯৯৮ সালের ১ মার্চ তিনি জেলা ও দায়রা জজ হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালের ২৩ আগস্ট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করে আজ বিচারকার্য পরিচালনা শেষ করলেন।
বাসস/এএসজি/ডিএ/১৮৪৫/-আসাচৌ