বাসস দেশ-৩৩ : বিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো : আতিকুল ইসলাম

104

বাসস দেশ-৩৩
আতিক-মতবিনিময়
বিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো : আতিকুল ইসলাম
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, বিগত নয় মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো।
আজ বুধবার রাজধানীর বনানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যেকোনো খেলার আগে যেমন অনুশীলনের প্রয়োজন হয়, ওয়ার্ম আপ লাগে, এই সময়ে আমার সেটি হয়েছে। এব্যাপারে আমি কঠোর অনুশীলন করেছি। কঠিন ওয়ার্ম আপ করেছি। আশা করি, আমি এবার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো।
মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম বলেন, সততার সঙ্গে কাজ করলে জনগণ সমর্থন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুরস্কৃত করেছেন। এরই অংশ হিসেবে মনোনীত হয়েছি।
তিনি বলেন, এখন আমি ব্যক্তি আতিক নই, আওয়ামী লীগের আতিক। আওয়ামী লীগের জন্য এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৮০০/এএএ