বাসস দেশ-৩২ : ৪৫ টাকায় ৩ দিনে ঢাকা জেলার খতিয়ান-মৌজা ম্যাপের সার্টিফাইড কপি

129

বাসস দেশ-৩২
খতিয়ান-মৌজা
৪৫ টাকায় ৩ দিনে ঢাকা জেলার খতিয়ান-মৌজা ম্যাপের সার্টিফাইড কপি
ঢাকা,৮ জানুয়ারি,২০২০ (বাসস) : মোবাইল কিংবা অনলাইনে ৪৫ টাকা ফি পেমেন্ট করে সরাসরি কিংবা ডাকযোগে ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা জেলার আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে।
ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমে (ষধহফ.মড়া.নফ কিংবা ৎংশ.ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটে) প্রবেশ করে যে কোন স্থান থেকে এ জেলার ‘আরএস খতিয়ান’ ও ‘মৌজা ম্যাপ’ দেখা যাবে।
তবে দাপ্তরিক কাজে ব্যাবহার করার জন্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ’র সার্টিফাইড কপি লাগবে।
মৌজা ম্যাপ পাওয়ার জন্যে ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ/নকশা প্রদর্শিত হবে। সার্টিফাইড কপি পেতে সার্টিফাইড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর, প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে মাধ্যমে প্রদান করে ৩ দিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ/নকশা সার্টিফাইড কপি পাওয়া যাবে।
আরএস খতিয়ানের ক্ষেত্রে খতিয়ান নম্বর প্রদান করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে পর্চা/খতিয়ান প্রদর্শিত হবে।
সার্টিফাইড কপি পেতে সার্টিফাইড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর, প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে মাধ্যমে প্রদান করে ৩ দিনের মধ্যে ডাকযোগে মৌজা আরএস খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়া যাবে।
উলে¬খ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গত ২ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘হাতের মূঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করেন।
তিনি সেদিন ঘোষণা করেছিলেন আগামী ছয় মাসের মধ্যে সমগ্র বাংলাদেশে ভার্চুয়াল রেকর্ডরুম চালু হবে।
বাসস/সবি/জেডআরএম/১৮০০/কেএমকে