বাসস ক্রীড়া-৯ : সহজ জয়ে শুরু ভারতের

104

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টি-২০
সহজ জয়ে শুরু ভারতের
ইন্দোর, ৮ জানুয়ারি ২০২০ (বাসস) : বোলারদের পর ব্যাটসম্যানদের নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে সহজ জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ভারত ৭ উইকেটে হারায় শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ইন্দোরে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ভারত। ২৯ বলে ৩৮ রান যোগ করে বিচ্ছিন্ন হয় শ্রীলংকার উদ্বোধনী জুটি। ৫টি চারে ১৬ বলে ২২ রান করে ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন শ্রীলংকার ওপেনার আভিস্কা ফার্নান্দো। আরেক ওপেনার ২১ বলে ২০ রান করে ভারতের পেসার নবদ্বীপ সাইনির বলে ফিরেন। এরপর উইকেটরক্ষক কুশল পেরেরার ৩৪ রান দলের পক্ষে সর্বোচ্চ স্কোর হয়ে থাকে। কারন বল হাতে শ্রীলংকার পরের দিকের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেয়নি ভারতের বোলাররা। তাই ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ভারতের শারদুল ঠাকুর ৩টি, সাইনি-কুলদীপ ২টি করে উইকেট নেন।
১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। ৯ ওভারে স্কোর বোর্ডে ৭১ রান যোগ করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। লেগ-স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা বিদায় করেন রাহুলকে। ৬টি চারে ৩২ বলে ৪৫ রান করেন রাহুল। ২৯ বলে ৩২ রান করে ডি সিলভার দ্বিতীয় শিকার হন ধাওয়ান।
অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে তিন নম্বরে নেমেছিলেন শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে দলের প্রয়োজন মিটিয়েছেন তিনি। ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩৪ রান করে থামেন তিনি। তবে ১৭ বলে ১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি। সেই সাথে অধিনায়ক হিসেবে টি-২০তে এক হাজার রানও পূর্ণ করেন কোহলি।
পুনেতে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।
বাসস/এএমটি/১৬৪০/নীহা