বাসস দেশ-১৫ : জাসদ নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী তাপসের বৈঠক আগামীকাল

115

বাসস দেশ-১৫
জাসদ-তাপস-বৈঠক
জাসদ নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী তাপসের বৈঠক আগামীকাল
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস আগামীকাল সন্ধ্যা ৭ টায় জাসদ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন।
আওয়ামী লীগ মনোনীত ও জাসদ সমর্থিত মেয়র প্রার্থীর সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ দলের মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন নির্বাচনে জাসদের নেতা-কর্মীদের মেয়রপ্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনী প্রচারাভিযান ও অন্যান্য নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন।
বাসস/সবি/এমএসএইচ/১৫৫৩/এমএসআই