বাসস দেশ-৭ : ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ বিলটি সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ

129

বাসস দেশ-৭
সংসদীয়-কমিটি-সভা
ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ বিলটি সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর সংশোধনকল্পে আনা বিলটি সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সেলিম আলতাফ জর্জ অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৪৫০/এমএবি