বাসস দেশ-৫ : ঢাবি মুজিববর্ষের ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন ১০ জানুয়ারি

140

বাসস দেশ-৫
ঢাবি-মুজিববর্ষ
ঢাবি মুজিববর্ষের ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন ১০ জানুয়ারি
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারি বিকেল সোয়া ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্ষণগণনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি বিকেল ৫ টায় তেজগাঁও পুরাতন বিমান বন্দরে জাতীয়ভাবে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করবেন। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হবে।
এসময় টিএসসি এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলে সাময়িক বিঘœ ঘটবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাসস/সবি/এমএসএইচ/১৩১৩/-এবিএইচ