কন্যাশিশুকে গড়ে তুললে উন্নয়নের অংশীদার হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

335

যশোর, ২৭ মার্চ, ২০১৮ (বাসস) : কন্যাশিশুকে বাল্যবিবাহ না দিয়ে যোগ্য করে গড়ে তুললে তারা দেশের উন্নয়নের অংশীদার হতে পারে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নে উঠান বৈঠকে একথা বলেন।
এসময় তিনি বাল্যবিয়ে সম্পর্কে সচেতন হতে উঠান বৈঠকে আগত মায়েদের প্রতি আহবান জানান।
ইসমত আরা বলেন,দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।এর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন,কেশবপুর উপজেলায় কৃষি, মৎস্য, পোল্ট্রি ও প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখানে ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে স্থানীয় জনগণের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
কেশবপুর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল,গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।