ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

340

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এ সময় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ, যা আগের মাস নভেম্বরে ছিল ৬ দশমিক শুন্য ৫ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ, নভেম্বরে এটি ছিল ৬ দশমিক ৪১ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন,বাজারে এখন প্রচুর শাক-সবজি উঠেছে। এছাড়া মাছের দামও কমে গেছে। সব কিছু মিলে মূল্যস্ফীতি কমেছে। আগামীতে মূল্যস্ফীতি আরো কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবিএস এর হিসাবমতে, ডিসেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ, যা নভেম্বরে ছিল ৬ দশমিক ১২ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ, নভেম্বর মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ এবং খাদ্য বহির্ভুত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ৬ দশমিক ১৩ শতাংশ।
অন্যদিকে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ৬ দশমিক শুন্য ১ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ০৭ শতাংশ,যা নভেম্বর মাসে ছিল ৪ দশমিক ৯৯ শতাংশ।