বাসস ক্রীড়া-১৬ : তামিমের খেলার স্টাইলে খুশী সালাউদ্দিন

122

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল-তামিম
তামিমের খেলার স্টাইলে খুশী সালাউদ্দিন
ঢাকা, ৭ জানুয়ারি ২০২০ (বাসস) : ড্যাশিং-মারমুখী ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। অথচ, চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে তামিমকে দেখা যাচ্ছে শান্ত মেজাজে। অবশ্য ইনিংস বড় করার পর ভয়ংকর হতে ভুল করছেন না ঢাকা প্লাটুনের তামিম। তবে ইনিংসের শুরু থেকেই তামিমের ঝড়ো ব্যাটিং দেখা যাচ্ছে না। তারপরও তামিমের এমন ব্যাটিং স্টাইলের বেশ খুশী ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আজ মিরপুরের একাডেমি মাঠে সালাউদ্দিন বলেন, ‘দলে তামিমের আলাদা একটা ভূমিকা আছে। তামিম যতক্ষণ উইকেটে থাকবে, ততক্ষণ আমাদের জন্য সুবিধা থাকবে। কারণ, আমার কাছে মনে হয় নিচের দিকে আমাদের অনেক পাওয়ার হিটার আছে। একটা খেলোয়াড় থাকবে যে কিনা লম্বা ইনিংস খেলবে। এই কারণে আমি মনে করি, তামিম যেভাবে খেলছে তাতে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি।’
এবারের আসরে ব্যাট হাতে সেরা ফর্মই দেখাচ্ছেন তামিম। ৮ ম্যাচে ৩১৮ রান করেছেন তামিম। ব্যাটিং গড় ৫৩.০০ এবং স্ট্রাইক রেট ১১৫.২১। ৩টি হাফ-সেঞ্চুরিরও হাঁকিয়েছেন তামিম।
শুরুতে ধীর হলেও পরের দিকে ঝড়ো গতিতে রান তুলে পুষিয়ে দিচ্ছেন তামিম। এতেও খুশী সালাউদ্দিন, ‘আমার কাছে মনে হয়, তামিমের উইকেটে থাকাটা অনেক বেশি জরুরি। কারণ, তামিমের সামর্থ্য আছে শেষের দিকে দ্রুত রান তুলে তা কাভার করা এবং সেটাও সে করছে। এই কারণেও তাকে নিয়ে আমি খুশি।’
তবে তামিম এমন স্টাইলের ব্যাটিং কি তার জন্য হিতে-বিপরীত হচ্ছে! এ নিয়ে আলোচনাও তুঙ্গে। কারন গেল ইংল্যান্ড এন্ড ওয়েলসে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ২৩৫ রান করেছেন তামিম। তার চেয়ে বড় কথা, ঐ আসরে তামিমের ব্যাটিং গড় ছিলো ২৯.৩৭ এবং স্ট্রাইক রেট ছিলো ৭১.৬৪। আগামী টি-২০ বিশ্বকাপের আগে বিপিএলে তামিমের এমন ব্যাটিং কতটা উপকারী হবে, এ ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় সে যখন জাতীয় দলে খেলবে, তখন তার ভূমিকা থাকবে অন্যরকম। আর এখন যে পর্যায়ে, এখানে অন্যরকম। তারা জানে, খেলার ধরণটা কেমন হতে পারে। কিভাবে সাফল্য আসবে সেটা আমার চেয়ে ভালো বুঝতে পারে তামিম। কিভাবে বড় ইনিংস খেলতে হবে তামিম ভালো জানে। আমার মনে হয়, সে যেভাবে খেলছে এটা অব্যাহত রাখাই ভাল।’
বাসস/এএসজি/এএমটি/১৯২০/স্বব