বাসস দেশ-৭ : ঢাবি অধ্যাপক নুরুল হকের মৃত্যুতে উপাচার্যের শোক

121

বাসস দেশ-৭
ঢাবি উপাচার্য-শোক
ঢাবি অধ্যাপক নুরুল হকের মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. নুরুল হকের মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ড. নুরুল হক গত ৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সবি/এফএইচ/১৪২০/এমএবি