বাজিস-৬ : বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

122

বাজিস-৬
হবিগঞ্জ-শ্রমিকের মৃত্যু
বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলার বাহুবলে কাগজ তৈরীর কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-ইমরান রুয়েল(২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সুফিয়াবাদ এলাকায় ভারটেক্স পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমরান বাহুবলের ওলিপুর গ্রামের শেখ মুখলেছ মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, কাগজ তৈরীর কারখানায় কাজ করছিলেন আল-ইমরান। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগে জড়িয়ে স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আল ইমরানের সাথে আসেন ভারটেক্স পেপার মিলের একাউন্টস অফিসার আব্দুর রব। তিনি জানান,অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে বীমার টাকার পরিশোধ করার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হবে।
আল-ইমরান রুয়েলের পিতা শেখ মুখলেছ মিয়া বলেন, তার ছেলের জন্য পাত্রী দেখে রেখেছিলেন। শীঘ্রই তার বিয়ের তারিখ নির্ধারন করার কথা ছিল।
বাসস/সংবাদদাতা/১৩৫০/নূসী