বাজিস-৪ : শরীয়তপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার

119

বাজিস-৪
শরীয়তপুর-অভিবাসন
শরীয়তপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার
শরীয়তপুর, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” প্রতিপাদ্যে শরীয়তপুরে নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং শেষে বেলা সাড়ে ১১টায় দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো: খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ শাওন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফরিদপুর সহকারী পরিচালক, ষষ্ঠীপদ রায় প্রমুখ। প্রেস ব্রিফিং এ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদ কর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও সেমিনারে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে নিরাপদ অভিবাসন নিশ্চিতে সচেতনতাসহ বিভিন্ন সরকারি সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩১৫/নূসী।