বাসস দেশ-১ : ঢাবি ছাত্রীর পাশবিক নির্যাতনকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি

223

বাসস দেশ-১
ঢাবি ছাত্রী-নির্যাতন-গ্রেফতার
ঢাবি ছাত্রীর পাশবিক নির্যাতনকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক সভায় এ দাবি জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বসবাসরত শিক্ষার্থীদের আবাসিক অথবা দ্বৈতাবাসিক মর্যাদা আগামী ১০ দিনের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়েছে। যাদের ছাত্রত্ব নেই, তাদেরকে অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভায় জানানো হয়।
এছাড়া, ছাত্রী হলগুলোতে বিদ্যমান বিধিমালা অনুসারে এবং ছাত্র হলগুলোতে শূন্য সিটের বিপরীতে জুলাই মাসে আবাসিক অথবা দ্বৈতাবাসিক সিট প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হবে।
এ ক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা ও চাহিদা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে।
বাসস/সবি/এফএইচ/১২০০/এমএবি