বাজিস-১০ : বাল্যবিবাহের বিরুদ্ধে ময়মনসিংহের ১৪৬ ইউপি চেয়ারম্যানের অঙ্গীকার

114

বাজিস-১০
ময়মনসিংহ- বাল্যবিবাহ
বাল্যবিবাহের বিরুদ্ধে ময়মনসিংহের ১৪৬ ইউপি চেয়ারম্যানের অঙ্গীকার
ময়মনসিংহ, ৬ জানুয়ারি ২০২০ (বাসস): লালকার্ড প্রদর্শন করে আজ বাল্যবিবাহের বিরুদ্ধে অঙ্গীকার করেছেন জেলার ১৪৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
‘বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ বাস্তবায়নের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যেক্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় তারা এ অঙ্গীকার করেন।
আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিব খান, জেলা ম্যাজিস্ট্রেট মায়েশা হক।
মতবিনিময় সভায় জেলার ১৪৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯০৩/এমকে