বাসস প্রধানমন্ত্রী-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : পুলিশকে জনতারই হতে হবে : প্রধানমন্ত্রী

127

বাসস প্রধানমন্ত্রী-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা- পুলিশ কর্মকর্তা-ভাষণ
পুলিশকে জনতারই হতে হবে : প্রধানমন্ত্রী

পুলিশ সদস্যদের জন্য পৃথক মেডিকেল কোর স্থাপনের প্রয়োজনিয়তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘পুলিশে কিন্তু মেধাবীরাই আসে, ব্যারিষ্টার ও আসে ডাক্তারও আসে,আবার ইঞ্জিনিয়ারও আসে। কিন্তু আমি মনেকরি পুলিশের জন্য একটি পৃথক মেডিকেল কোর করা প্রয়োজন।’
পুলিশ হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনার উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ হাসপাতালে চিকিৎসকরা আসতে চাননা। কাজেই পুলিশের মধ্যে যে ডাক্তার রয়েছে তাঁকে খুজেই সেখানে অনেকসময় দায়িত্ব দিতে হয়। কাজেই আপনারা যদি আলাদা একটা ইউনিট করে ফেলেন ডাক্তারদের জন্য তাহলে আপনাদের চিকিৎসারই একটা সুবিধা হবে।’
শেখ হাসিনা বলেন,পুলিশ সদস্যদের জন্য সরকারী হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকলেও পুলিশের জনবল বৃদ্ধির প্রেক্ষাপটে পৃথক ইউনিট করে নিতে পারলে ভাল হবে। তিনি বলেন, ‘এই পৃথক ইউনিটের দাবি কিন্তু আপনারা করেননি কিন্তু আমি আপনাদের পক্ষ থেকেই দাবিটা করলাম।’
শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট বিভিন্ন জায়গায় খোলায় পুলিশ কর্মকর্তাদের পদায়ন এবং পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘ আমরা একশ’ শিল্পাঞ্চল গড়ে তুলছি। কাজেই আমাদের শিল্প পুলিশকে আরো শক্তিশালী করতে হবে এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা করবো।’
একটি দেশের উন্নয়নে জন নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি বলেন,‘দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা যদি ঠিকমত তাঁদের দায়িত্ব পালন করতে পারে তখনই সেটা সম্ভব। আর আপনারা এটা করতে পেরেছেন বলেই আজকে আমরা উন্নতি করতে পেরেছি।’
এজন্য তিনি পুলিশ বাহিনী সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুলিশের জন্য আমরা যেটুকু করেছি তার আমাদের চিন্তা থেকেই করেছি। এজন্য কোন দাবি বা তেমন কিছু করতে হয়নি।’
পুলিশ সদস্যদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি জনবল বৃদ্ধির সঙ্গে আনুপাতিকহারে পদ সৃষ্টির প্রয়োজনিয়তাও স্বীকার করেন প্রধানমন্ত্রী।
পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে বেড়ে দুই লাখ ২২ হাজার ৭২১ জনে উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের রিক্রুটমেন্টের সময় শুধু নয় পদোন্নতির সময়ও ট্রেনিংয়ের প্রয়োজনিয়তা রয়েছে।’
তিনি বলেন,‘ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও প্রকৃতি পাল্টাছে। কাজেই এর সঙ্গে তাল রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ট্রেনিং দরকার। আমরা যে কারণে ট্রেনিংকে গুরুত্ব দিচ্ছি।’
তিনি এ সময় ট্রেনিং সেন্টারগুলোতে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দিলে তাদেরকে ‘ডাম্পিং প্লেসে ফেলে দেওয়া হয়েছে’ বলে ভাবনার সমালোচনা করে বলেন, ‘আসলে যারা মেধাবী তাঁদেরকেই সেখানে পদায়ন করা দরকার। কারণ বেসিক নলেজ যদি শক্তিশালী না হয় তাহলে উপযুক্ত লোক আমি কিভাবে গড়ে তুলবো।’
বিআরটিএ,বিআইডব্লিউটিএ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পুলিশ সদস্যদের প্রতিনিধি থাকা প্রয়োজন এবং তাঁর সরকার সেই উদোগ নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ণীতি দমন কমিশনে (দুদক) ইতোমধ্যেই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘দুর্ণীতি দমন কমিশনের কোন গ্রেফতারের এখতিয়ার নেই। গ্রেফতারের জন্য তাদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদেরই বলতে হবে। তারা নির্দেশ দিতে পারে।’
তিনি আরো বলেন,‘তারা ধরে রেখে ঐখানে হাজতখানা বানাবে,হাজতে রাখবে এটা কিন্তু দুর্ণীতি দমন কমিশনের কাজ না।
শেখ হাসিনা বলেন, ‘যার যার কাজ তার তার করতে হবে। একথা মনে রাখতে হবে।’
বাসস/এএসজি-এফএন/১৭১০/-আসাচৌ