বাসস বিদেশ-৩ : স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা গুয়াইদোকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

182

বাসস বিদেশ-৩
ভেনিজুয়েলা- কুটনীতি- রাজনীতি
স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা গুয়াইদোকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
ওয়াশিংটন, ৬ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র রোববার জাতীয় সংসদে স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে অভিনন্দন জানিয়েছে। তবে এই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। একজন বিরোধী প্রতিদ্বন্দ্বি এ পদে জিতেছেন বলে দাবি করছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন. ‘আমি জুয়ান গুয়াইদোকে ভেনিজুয়েলার জাতীয় সংসদে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানাই এবং গণতান্ত্রিকভাবে জাতীয় সংসদে নির্বাচিতকে সাবেক মাদুরো শাসনামলের প্রত্যাখ্যানের ব্যর্থ চেষ্টার নিন্দা জানাই।’
যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ জাতীয় সংসদ নেতা ও ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে তাকে সম্মান জানিয়ে যাচ্ছেন।
বাসস/অনু-জেজেড/১৩৫৫/এমএসআই