বাসস দেশ-৪১ : স্বর্ণসহ গ্রেফতার তিন পরিচ্ছন্নতাকর্মী দুই দিনের রিমান্ড

232

বাসস দেশ-৪১
স্বর্ণসহ গ্রেফতার তিন পরিচ্ছন্নতাকর্মী দুই দিনের রিমান্ড
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার তিন পরিচ্ছন্নতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকনকে (২৮) রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কবির হোসেন বিমান বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. সুমন শিকদারকে (৩৪) জুতার তলায় লুকায়িত ২০টি স্বর্ণে বারসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকনকেও (২৮) গ্রেফতার করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২৩৫৯/এবিএইচ