বাসস ক্রীড়া-৭ : সিলেট পর্ব শেষেও ‘বঙ্গবন্ধু’ বিপিএলের সর্বোচ্চ রান মালানের

116

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সিলেট পর্ব শেষেও ‘বঙ্গবন্ধু’ বিপিএলের সর্বোচ্চ রান মালানের
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : চট্টগ্রাম-ঢাকার পর সিলেট পর্ব শেষেও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালান। ৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৭৭ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রিলি রুশো। ৯ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৪০ রান করেছেন তিনি।
শীর্ষ ছয়ের মধ্যে চার জনই দেশী খেলোয়াড় রয়েছে। তৃতীয় থেকে পঞ্চমস্থান দখলে রেখেছেন- রংপুর রেঞ্জার্সের ওপেনার মোহাম্মদ নাইম, সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। তাদের পেছনেই রয়েছেন ঢাকা প্লাটুনের তামিম ইকবাল। পঞ্চমস্থানে থাকা ইমরুলের সাথে তামিমের রানের ব্যবধান মাত্র ১।
‘বঙ্গবন্ধু’ বিপিএল সিলেট পর্ব শেষে শীর্ষ ছয় ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি
ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৮ ৮ ৩৭৭ ১ ২
রিলি রুশো (খুলনা টাইগার্স) ৯ ৯ ৩৪০ ০ ৩
মোহাম্মদ নাইম (রংপুর রেঞ্জার্স) ১০ ১০ ৩৩৮ ০ ২
মোহাম্মদ মিঠুন (সিলেট থান্ডার) ১১ ১১ ৩৩১ ০ ২
ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৯ ৯ ৩১৯ ০ ৩
তামিম ইকবাল (ঢাকা প্লাটুন) ৮ ৮ ৩১৮ ০ ৩
বাসস/এএসজি/এএমটি/১৬৩০/স্বব