বাসস ক্রীড়া-৬ : সিলেট পর্ব শেষে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের পয়েন্ট টেবিল

135

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সিলেট পর্ব শেষে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের পয়েন্ট টেবিল
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : তিন দিনে ছয় ম্যাচ দিয়ে গতকাল শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের সিলেট পর্ব। সিলেট পর্ব শেষে ১০ খেলায় ৭ জয় ও ৩ হারে সমান ১৪ করে পয়েন্ট রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে অফ নিশ্চিত করেছে দু’দলই। এখন প্লে-অফের দৌঁড়ে আছে ঢাকা প্লাটুন-খুলনা টাইগার্স-কুমিল্লা ওয়ারিয়র্স। তিন দলই ৯টি করে ম্যাচ খেলেছে। ঢাকা ১২, খুলনা ১০ ও কুমিল্লার সংগ্রহে আছে ৮ পয়েন্ট।
প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডারের। রংপুর ১০ খেলায় ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে। ১১ ম্যাচে মাত্র ১ জয় ও ১০ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।
ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বিপিএল। যা শুরু হবে ৭ জানুয়ারি। এই পর্বে ১৭ জানুয়ারি বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ফাইনাল।
‘বঙ্গবন্ধু’ বিপিএলের বর্তমান পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার পয়েন্ট
রাজশাহী রয়্যালস ১০ ৭ ৩ ১৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ ৭ ৩ ১৪
ঢাকা প্লাটুন ৯ ৬ ৩ ১২
খুলনা টাইগার্স ৯ ৫ ৪ ১০
কুমিল্লা ওয়ারিয়র্স ৯ ৪ ৫ ৮
রংপুর রেঞ্জার্স ১০ ৪ ৬ ৮
সিলেট থান্ডার ১১ ১ ১০ ২
বাসস/এএসজি/এএমটি/১৬২৫/স্বব