বাসস দেশ-২৮ : সরকার প্রাকৃতিক দুর্যোগে সবসময় জনগণের পাশে রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

236

বাসস দেশ-২৮
প্রাকৃতিক-দুর্যোগ-জাকির হোসেন
সরকার প্রাকৃতিক দুর্যোগে সবসময় জনগণের পাশে রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে সবসময় জনগণের পাশে রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশের কোন গরিব-অসহায় মানুষ শীতে কষ্ট পাবে না। দেশের শীতার্ত দুস্থদের ঘরে ঘরে কম্বলসহ অন্যান্য গরম কাপড় পৌঁছে দেয়া হবে।
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর শীত একটু বেশি। তবে সরকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
শীতবস্ত্র বিতরণের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে রৌমারী, রাজিপুর ও চিলমারী উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী শীতার্তদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিসহ সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাসস/তবি/এমএসএইচ/২০৪০/এসই