বাসস দেশ-২৭ : গণভবনে প্রবেশ পাস জালিয়াতির অভিযোগে একজন রিমান্ডে

244

বাসস দেশ-২৭
ফয়সাল-রিমান্ড
গণভবনে প্রবেশ পাস জালিয়াতির অভিযোগে একজন রিমান্ডে
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ পাস জালিয়াতির অভিযোগে একজনকে রিমান্ডে নেয়া হয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর পল্ল¬বী থেকে পাস জালিয়াতি চক্রের মূল হোতা ফয়সাল হোসেনকে গ্রেফতার করে শেরেবাংলা থানা পুলিশ।
আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গণভবনে প্রবেশ করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হয় বলে পুলিশ জানায়।
ফয়সাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বন্নি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সুজন উল ইসলাম।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০৩৫/এসই