ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৯ হাজার টাকা জরিমানা

269

ফেনী, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ পাঁচ বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকেল ৪টায় শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, শনিবার শহরের রেলগেটের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ইউসুফ নবীকে তিন হাজার টাকা, ওমর ফারুককে তিন হাজার টাকা, নাসির আহমদকে পাঁচ হাজার টাকা, আবদুল মান্নানকে তিন হাজার ও শাহ আলমকে পাঁচ হাজার টাকা করে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ি পাঁচ বিক্রেতাকে জরিমানা করা হয়। এছাড়া তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়।