বাসস দেশ-২৪ : ক্লাইমেট ভালনারেবল ফোরামের মাধ্যমে নভেম্বর সম্মেলনের কৌশল গ্রহণ জরুরি

317

বাসস দেশ-২৪
জলবায়ু-সম্মেলন
ক্লাইমেট ভালনারেবল ফোরামের মাধ্যমে নভেম্বর সম্মেলনের কৌশল গ্রহণ জরুরি
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : নভেম্বরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে (কপ ২৬) ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা সিভিএফ’র মাধ্যমে নেতৃত্ব দেয়ার কৌশল গ্রহণ করতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিলনায়তনে ক্লাইমেট এডভোক্যাসি নেটওয়ার্ক ও নাগরিক সমাজ সংগঠনগুলো “মাদ্রিদ জলবায়ু সম্মেলন এবং নাগরিক সমাজের পর্যবেক্ষণ” শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সরকারকে নিজস্ব সক্ষমতা, স¤পদ ও অর্থায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন কৌশল গ্রহণ এবং বাস্তবয়নের সুপারিশ করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “এটা সুস্পষ্ট হয়েছে যে, কপ মূলত দূষণকারী দেশগুলোর স্বার্থ রক্ষার কাজ করছে। এমনি অবস্থায় আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে (কপ ২৬) ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা সিভিএফ’র মাধ্যমে নেতৃত্ব দেয়ার কৌশল গ্রহণ করতে হবে, কারণ সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী সিভিএফ এর সভাপতি নির্বাচিত হয়েছেন।”
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন- কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্ট্যাডিস (বিসিএএস) এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের জিয়াউল হক মুক্তা, সিপিআরডি’র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সংবাদ সম্মেলনে মাদ্রিদ জলবায়ু সম্মেলনের ফলাফলের উপর পর্যবেক্ষণসমুহ উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের উপ-পরিচালক সৈয়দ আমিনুল হক।
বাসস/নিজস্ব/এমএসএইচ/১৯৩০/কেকে