হংকংয়ে শীর্ষ দূত পরিবর্তন চীনের

353

বেইজিং, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : চীন হংকংয়ে তার শীর্ষ দূত পরিবর্তন করেছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম শনিবার এ খবর জানায়।
গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ শুরুর পর এই রদবদলকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত উল্লেখ না করে সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে বলা হয়েছে, হংকং বিষয়ক লিয়াজোঁ কার্যালয়ের প্রধানের পদ থেকে ওয়াং ঝিমিনকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লু হুইনিং।
আরো গণতান্ত্রিক স্বাধীনতার দাবিতে হংকংয়ে গত প্রায় সাত মাস ধরে বিক্ষোভ চলছে। একে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে।