হবিগঞ্জে আট হাজার ৪০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে

149

হবিগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : অভ্যন্তরীণ সংগ্রহ ২০১৯-২০ কর্মসূচির আওতায় জেলার নয়টি উপজেলায় থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। এবার আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হাজার ৪০৮ মেট্রিক টন।
এক্ষেত্রে প্রতিকেজি ২৬ টাকা দরে একমন আমন ধানের দাম দাঁড়িয়েছে এক হাজার ৪০ টাকা। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ধান সংগ্রহ কার্যক্রম চলবে।
আজ শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ আলম প্রমুখ ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় এক হাজার ৩৫৪ মেট্রিকটন, শায়েস্তাগঞ্জে ২৯০ মেট্রিক টন, লাখাইয়ে এক হাজার ৬০ মেট্রিক টন, মাধবপুরে ৩৯৮মেট্রিক টন, চুনারুঘাটে এক হাজার ১৪৭ মেট্রিক টন, বাহুবলে এক হাজার ৯১৬ মেট্রিক টন, আজমিরীগঞ্জে ৫১৯ মেট্রিক টন, বানিয়াচংয়ে ৭০৯ মেট্রিক টন এবং নবীগঞ্জ উপজেলা থেকে এক হাজার পাঁচমেট্রিক টন ধান ক্রয় করা হবে।