বাসস দেশ-১৪ : বঙ্গবন্ধুর সমাধিতে মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং পররাষ্ট্র সচিবের শ্রদ্ধা নিবেদন

122

বাসস দেশ-১৪
বঙ্গবন্ধু-শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং পররাষ্ট্র সচিবের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব-১ তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারা পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগষ্টের কাল রাত্রে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৭২৮/কেএআর