ইন্দোনেশিয়ায় বন্যা : আশ্রয় শিবিরে লাখ লাখ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

179

জাকার্তা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় বন্যায় হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ায় প্রায় দুই লাখ মানুষ এখনো (শনিবার পর্যন্ত) তাদের নিজ বাসস্থানে ফিরে যেতে পারেনি। এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ পার্শ্ববর্তী আরো অনেক এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় পুরো অঞ্চলের এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
নববর্ষের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী অঞ্চল ও পার্শ্ববর্তী লিবাকে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
শনিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আগুস ইউবোয়ো বলেন, ‘আমরা আরো অনেকের লাশ উদ্ধার করেছি।’
তিনি আরো বলেন, কর্মকর্তাদের দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা শনিবার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন আশ্রয়কেন্দ্র শরণার্থীতে পরিপূর্ণ থাকলেও সেখানে খাদ্য ও ঔষধ সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম।