বাসস দেশ-৫ : আনোয়ার হোসেন মঞ্জু চেয়ারম্যান ও শেখ শহীদুল সম্পাদক পুননির্বাচিত

139

বাসস দেশ-৫
জেপি-সম্মেলন
আনোয়ার হোসেন মঞ্জু চেয়ারম্যান ও শেখ শহীদুল সম্পাদক পুননির্বাচিত
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি’র (জেপি’র) ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি চেয়ারম্যান ও শেখ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে পুননির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি (জেপির) ত্রিবার্ষিক সম্মেলনে তারা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন।
জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন।
বাসস/বিকেডি/১৫৪৩/এমএবি