বাসস ক্রীড়া-৫ : রাশিয়ার বিপক্ষে জয় চাই : সুবাসিচ

124

বাসস ক্রীড়া-৫
ফুটবল-সুবাসিচ
রাশিয়ার বিপক্ষে জয় চাই : সুবাসিচ
সোচি, ৬ জুলাই ২০১৮ (বাসস) : আগামীকাল ফুটবল বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া। দুর্দান্ত ফুটবলশৈলী উপহার দিয়ে শেষ আট পর্যন্ত এসেছে রাশিয়া। তবে এবার রাশিয়ার জয়রথ থামাতে চান ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ। শেষ আটে রাশিয়ার বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া হয়ে আছে ক্রোয়েশিয়া, এমনটাই বললেন সুবাসিচ। তিনি বলেন, ‘রাশিয়ার বিপক্ষে যেকোন পরিস্থিতির মোকাবেলা করতে আমরা প্রস্তত। তারা ভালো ফুটবল খেলছে। তবে আমরা সর্তক। রাশিয়ার বিপক্ষে জয় তুলে নিতে আমরা সবকিছু করতে চাই।’
দূরন্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে রাশিয়া। সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয়ের স্বাদ নেয় রাশিয়া। মিশরকে ৩-১ গোলে হারায় স্বাগতিকরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ গোলে হার মানে রাশিয়া। তবে শেষ ষোলোতে বেশ ঘাম ঝড়িয়ে জয়ের স্বাদ নিতে হয়েছে রাশিয়াকে। স্পেনের সাথে ১২০ মিনিট ১-১ সমতা রেখে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় রাশিয়া। অবশ্য ঐ ম্যাচে রাশিয়ার জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো গোলরক্ষক ইগর আকিনফিব। টাইব্রেকারে স্পেনের দু’টি শট রুখে দেন আকিনফিব।
আকিনফিবের মত নৈপুন্যে রাশিয়াকে শেষ আটে নিয়েছেন ক্রোয়েশিয়া সুবাসিচ। টাইব্রেকারে ডেনমার্কের তিনটি শট আটকে দেন সুবাসিচ। বিশ্বকাপে এমন কীর্তি এর আগে একজনই করতে পেরেছিলেন, তিনি হলেন পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো। ২০০৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের তিনটি শট আটকে দিয়েছিলেন রিকার্ডো। তাই রাশিয়ার বিপক্ষেও নিজের সেরাট ঢেলে দিতে প্রস্তুত সুবাসিচ। তিনি বলেন, ‘আমি যেভাবে খেলছি, সেভাবেই খেলবো। ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলতে এ ম্যাচেও নিজেকে উজার করে দেবো।’
নিজেদের মাঠে খেলার সুবিধা দারুণ কাজে দিবে রাশিয়াকে। এমনটা মনে করেন সুবাসিচ। তবে যেকোন পরিস্থিতিতে জয় তুলে নিতে চান তিনি, ‘রাশিয়া নিজেদের মাঠে খেলবে। পুরো মাঠ জুড়েই থাকবে রাশিয়ার সমর্থন। এছাড়া দলটি বেশ ভালো ফর্মে রয়েছে। ফিফা র‌্যাংকিং-এ এত নীচে কেন দলটি আমি বুঝতেই পারছি না। তবে শেষ আটের ম্যাচে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হতে আমরা প্রস্তুত। আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’
স্পেনের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি রাশিয়া। কারণ নিজেদের দখলে বল রেখে রাশিয়াকে চাপে ফেলার চেষ্টা করেছে স্প্যানিশরা। কিন্তু স্পেনকে ভালো কোন আক্রমণই করতে দেয়নি রাশিয়া। স্প্যানিশদের আক্রমণ করতে না দেওয়া সবচেয়ে বড় অর্জন ছিলো রাশিয়ার। তবে তারাও আক্রমণ করেনি। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল রাশিয়া খেলবে না বলে আশা করছেন সুবাসিচ। তিনি বলেন, ‘রাশিয়া নিজেদের মাঠে খেলবে। এটি তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি, স্পেনের মত ফুটবল তারা খেলবে না। এবার অন্তত বেশি-বেশি আক্রমণে আসবে তারা। আমাকে পরীক্ষায় ফেলার চেষ্টা করবে। সাথে বেশি রক্ষণাত্মক না খেলে আমাদের আক্রমণ করার সুযোগ দিবে রাশিয়া।’
রাশিয়ার দলের প্রশংসাও করেছেন সুবাসিচ। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, রাশিয়া ভাল দল। তাদের ভালো-ভালো খেলোয়াড় রয়েছে। যা আমরা বিশ্বকাপ শুরুর আগে জানতাম না। কিন্তু বড় মঞ্চে নিজেদের মেলে ধরেছে তারা। ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছে রাশিয়ার খেলোয়াড়রা। কিন্তু রাশিয়া যাই করুক না কেন আমরা তাদের সামলাতে পুরোপুরি প্রস্তুত।’
বাসস/এএমটি/১৭১৫/মোজা/স্বব