বাসস দেশ-১২ : ১০ হাজার ৫৪৬ কোটি টাকার বাঁধ মেরামত প্রকল্প নেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

236

বাসস দেশ-১২
ফারুক-বাঁধ-পরিদর্শন
১০ হাজার ৫৪৬ কোটি টাকার বাঁধ মেরামত প্রকল্প নেয়া হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
খুলনা, ৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার এলাকাসহ অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগে জনদুর্ভোগ কমানোর জন্য ৪ হাজার ৪৫১ কিলোমিটার (কি.মি.) বাঁধ নির্মাণ ও মেরামতে প্রায় ১০ হাজার ৫৪৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। এ প্রকল্পে নদীতীর ভাঙনের স্থায়ী প্রতিরোধের বিষয়কে প্রাধান্য দেয়া হবে।
আজ সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং প্রকল্প চলমান এবং সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকার প্রায় সাড়ে ৫ হাজার স্থাপনা উচ্ছেদসহ ৫৬৬ একর জমি উদ্ধার করেছে। এছাড়া পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, পিরোজপুরে চলমান পৃথক প্রকল্পের আওতায় ইতোমধ্যে সরকার ১৯০ কিলোমিটারেরও অধিক বাঁধ নির্মাণে সক্ষম হয়েছে।’
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজস্ব) মাহমুদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন ও নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএন/১৯০০/কেজিএ