বাসস দেশ-৪৬ : পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহার

262

বাসস দেশ-৪৬
অনশন-প্রত্যাহার
পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহার
ঢাকা, ২ জানুয়ারি, ২০২০ (বাসস) : দাবি বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন পাটকল শ্রমিক নেতারা।
আজ রাতে এক বৈঠক শেষে শ্রম সচিব কে এম আলী আজম এ কর্মসূচি প্রত্যাহার করার কথা বাসস’কে জানান।
আজ রাতে বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে ‘মজুরী কমিশন-২০১৫’ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করা হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিক নেতাদের আশ্বাস দিলে পাটকল শ্রমিক নেতারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পাঁচ দিন যাবত অনশনরত পাটকলে কর্মরত শ্রমিক লীগ, সিবিএ/নন সিবিএ শ্রমিকদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, শ্রম সচিব কে এম আলী আজমও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।
বাসস/সবি/এমএআর/০০১২/-স্বব