বাসস দেশ-২৪ : বাপ্পির মৃত্যুতে ইন্দিরা ও মুকতাদিরের শোক

122

বাসস দেশ-২৪
ইন্দিরা-বাপ্পি-শোক
বাপ্পির মৃত্যুতে ইন্দিরা ও মুকতাদিরের শোক
ঢাকা, ২ জানুয়ারি, ২০২০ (বাসস): সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শোক জানিয়েছেন।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আজ পৃথকভাবে পাঠানো শোক বার্তায় তারা বাপ্পির আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে ফজিলাতুন নেসা বাপ্পির কর্মদক্ষতা ও ভূমিকা জাতি কৃতজ্ঞার সাথে স্মরণ করবে।
ফজিলাতুন নেসা বাপ্পি চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন নেসা বাপ্পি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন।
বাসস/সবি/এসএস/১৭৪৫/এএএ