বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছে : জি এম কাদের

302

ঢাকা, ২ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছে।
আজ দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং শিশুদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, জ্ঞান সম্বৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিশুদের জন্য আধুনিক ও যুগপোযোগি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন। শিশুদের শিক্ষিত হবার অধিকার থেকে বঞ্চিত করবেন না।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টি নেতা মেজর (অব.) খালেদ আকতারের সভাপতিত্বে পার্টির মহানগর উত্তর-এর সভাপতি এসএম ফয়সাল চিশতী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, পাটির্র নেতা সৈয়দ মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইউনিসের-এর অর্থায়নে নির্মিত একটি ভবন উদ্বোধন করেন জি এম কাদের।