বাসস ক্রীড়া-১ : টস জিতে প্রথমে ফিল্ডিং-এ রংপুর

126

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
টস জিতে প্রথমে ফিল্ডিং-এ রংপুর
সিলেট, ২ জানুয়ারি, ২০২০ (বাসস) : সিলেট পর্বের প্রথম ও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৯তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে রংপুর রেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
এবারের আসরে রাজশাহীর এটি নবম ম্যাচ। আগের ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট সংগ্রহে রয়েছে রাজশাহীর। অপরদিকে, ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট রয়েছে রংপুরের।
রাজশাহী রয়্যালস একাদশ : শোয়েব মালিক (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম, আবু জায়েদ ও মোহাম্মদ নাওয়াজ।
রংপুর রেঞ্জার্স একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবী, টম অ্যাবেল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ নাইম, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ, জহিরুল ইসলাম ও আল-আমিন।
বাসস/এএসজি/এএমটি/১৪১৫/স্বব