এনবিআরের চেয়ারম্যান হলেন রহমাতুল মুনিম

372

ঢাকা, ১ জানুয়ারি, ২০২০ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিবও করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,জ্বালানি ও খনিজ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে সরকারি চাকরি আইন অনুযায়ী, তাঁর অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জ্বালানি ও খনিজ বিভাগের সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।