বাজিস-২ জয়পুরহাটে নতুন বছরে শিক্ষার্থীরা পেল সাড়ে ১৮ লাখ নতুন বই

176

বাজিস-২
জয়পুরহাট-নতুন বই
জয়পুরহাটে নতুন বছরে শিক্ষার্থীরা পেল সাড়ে ১৮ লাখ নতুন বই
জয়পুরহাট, ১ জানুয়ারি, ২০২০ (বাসস) : সরকারের ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি জেলার প্রতিটি বিদ্যালয়ে চলছে বই উৎসব। বিনামূল্যে হাতে নতুন বই পেয়ে শিশু শিক্ষার্থীদের মনে যেন আনন্দের শেষ নেই। জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯৩ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ২ শ ২৯ টি নতুন বই ও মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ১১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ১৪ লাখ ৭৯ হাজার ৩৪৫ টি বই।
আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনেরর্ সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুজ্জামান, পাঁচবিবি এনএম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলী প্রমূখ।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ৭ শ ১৫ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৯৩ হাজার ৩২৩ শিক্ষার্থীর জন্য ৪ লাখ ৫৬ হাজার ২২৯ টি নতুন বই এবং মাধ্যমিক পর্যায়ে ৩৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৭৯ হাজার ৩৪৫ টি নতুন বই বিতরণ কার্যক্রম চলছে। পূর্বেই জেলার প্রতিটি বিদ্যালয়ে ২০২০ শিক্ষা বর্ষের নতুন বই পৌঁছানোর ব্যবস্থা করে শিক্ষা অফিস।
বাসস/সংবাদদাতা/১২-২৫/নূসী